রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারপুত্রসহ ২ বালু ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা ও ৪টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার শেষ বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার করতোয়া নদীর একাধিক বালু মহালে রংপুর জেলা প্রশাসন থেকে ওই আদালত পরিচালনা করা হয়। উল্লেখ্য, উপজেলার টুকুরিয়া বড় আলমপুর ও চতরা ইনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে বছরের পর বছর ধরে কতিপয় চিহ্নিত ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ নিয়ে ওই নদীপাড়ের বাসিন্দা ও জমির মালিকরা তাদের জমি-বাড়ীঘর, রাস্তা রক্ষায় বিভিন্নভাবে আন্দোলন,মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে আসছে। একপর্যায়ে গত বোরবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সুজারকুঠির সাজ্জাদ মন্ডলের ১ লাখ টাকা ও গোপীনাথপুর গ্রামের নুর আলম মিয়া যাদুর ২ লাখ টাকা জরিমানা করে। এছাড়াও নদীটির টুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে বেশ কয়েকটি পয়েন্টে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ৩টি স্যালো মেশিন ও মালামাল জব্দ করে। অন্যদিকে করতোয়ার জয়ন্তিপুর ঘাটে রিপন মিয়া, মদনখালীর সুলতান মাহমুদ,জাফরপাড়ার উজ্জ্বল মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে। অভিযান পরিচালনাকারী রংপুর জেলা প্রশাসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম জানান, অভিযান এখনও অব্যাহত রয়েছে। অভিযানের সময় বালু মহালগুলোতে যারা অনুপস্থিত ছিলেন, বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।