মুজিব বষ উপলক্ষে পায়ে হেটে ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমন করছেন দিনাজপুর জেলার তিন জন রোভার স্কাউট সদস্য। দিনাজপুর জিরো পয়েন্ট হতে বাংলাবান্দা জিরো পয়েন্ট ১৫০ কিঃ মিঃ রাস্তা পায়ে হেটে ৩ রোভার স্কাউট মাদক ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা মুলক বক্তব্য প্রচার করেন। সোমবার দুপুরে ৩ রোভার স্কাউট পায়ে হেটে বোদা উপজেলার অতিক্রম করার সময় এ প্রতিবেদকের সাথে আলোচনা হয়।