খুলনার পাইকগাছায় বিভাগীয় যুগ্ম নিবন্ধকের সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রাড়ুলী সেন্ট্রাল কোওপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে মত বিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুর সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ অনুষ্ঠানে যোগদান করে উপজেলা সমবায়ীরা। যারমধ্যে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, কাঁকড়া সমবায় সমিতি, মুক্তি স্বনির্ভর, দারিদ্র বিমোচন, সার্ভেয়ার সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, প্রত্যশা কোওপারেটিভ, ফুলবাড়ী সমবায় সমিতি, অগ্রগামী কোওপরেটিভ লিঃসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি বৃন্দ।