ঝিনাইদহ কালীগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি রিয়াজ মোল্যার নিজস্ব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক তারেক মাহমুদ, জয়যাত্রা টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি হাবিব ওসমান, দৈনিক ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ, আমাদের সময় পত্রিকার সাংবাদিক মানিক ঘোষ, সাংবাদিক ফরহাদ হোসেন, আরিফ মোল্যা, সামচার দর্পণের সুজন হোসেন ও হুমায়ুন কবির প্রমুখ।
কেক কাঁটার পর আগে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি রিয়াজ মোল্যার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ভোরের চেতনা পত্রিকাটি পূর্বের ন্যায় দেশের উন্নয়নে অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া মানুষে পক্ষে কথা বলবে।