পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান (এনডিসি) গত শনিবার বেলা ১১ টায় বঙ্গোপসাগরের বুকে গড়ে উঠা বঙ্গবন্ধু চর পরিদর্শন করেছেন। সুন্দরবন খুলনা রেঞ্জের নীলকোমল অভয়ারণ্যে টহল ফাঁড়ির অধিনস্থ এ চরের জীব বৈচিত্র নিজেই পায়ে হেটে পর্যবেক্ষন করেন সচিব। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব বঙ্গবন্ধু চরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। সেখানে গড়ে উঠা সুন্দরী, কেওড়া, গেওয়া, গরান সহ অন্যান্য গাছ গাছালী বেড়ে ঊঠার দৃশ্য দেখে চর এলাকায় ১ টি টহল ফাঁড়ি স্থাপনের ঘোষনা দিয়েছেন। তিনি চরের প্রকৃত সিমানা নির্ধারন করার জন্য বন বিভাগকে নির্দেশনা দিয়েছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন সংরক্ষক খুলনা সার্কেল মোঃ মইনুদ্দীন খাঁন,সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মহসিন হোসেন, পুর্ব বিভাগের ডিএফও মোঃ বেলায়েত হোসেন,খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ, সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) এম এ হাসান, নীলকোমল অভয়ারণ্যে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।