খুলনার পাইকগাছায় নছিমন-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী সহ ৪জন আহত হয়েছে। বুধবার দুপুরে শীববাটি ব্রিজের অপরপ্রান্তে ত্রিমোহনী মোড়ে এ দুর্ঘনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপেলক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি গড়ইখালীর ভাড়ায় চালিত মটরসাইকেল চালক মোস্তফা মিস্ত্রী বলেন, বুধবার দুপুরে পাইকগাছা থেকে সিজারিয়ান নারী নাছিমা ও তার স্বামী আমিরুল মল্লিককে নিয়ে গড়ইখালীর উদ্দেশ্যে রওনা দিই। ঘটনার সময়ে তেলের দোকান ত্রিমোহনী মোড়ে পৌঁছালে কাটাখালী দিক থেকে ৫/৬ মৎস্যজীবি নছিমনে করে পাইকগাছার দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন নছিমনটি মোড় ঘুরতে এক্সল ভেঙ্গে গেলে চাকা উল্টে পড়ে। এ সময় যাত্রীবাহি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোস্তফা ও নাছিমা দম্পত্তি সহ নছিমন চালক গদাইপুরের কাশেম আহত হয়। এ ঘটনায় শ্রমজীবী দু'পক্ষের মধ্যে প্র্রাথমিক মিমাংসা হয়েছে।