করোনা ভাইরাস (কোভিট-১৯)দ্বিতীয় ধাপ এর ক্ষতি থেকে সুরক্ষিত থাকার জন্য কচুয়া বাজারের ব্যাবসায়ীদের সাথে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল রবিবার বিকাল ৪টায় কচুয়া বাজারের পূজা মন্দীরের সামনে অনুষ্ঠিত হয়।
কচুয়া বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া স্বাস্থ্য কমúেøক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মনি সংকর পাইক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারী কাজী সাইদুজ্জামান,কচুয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সেখ সাজ্জাদুল ইসলাম সুমন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোস্তফা গাজী,কাজী শহিদুল ইসলাম, সেখ সুমন সহ কচুয়া বাজারের সকল ব্যবসায়ীও বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।