বাগেরহাটের মোল্লাহাটে জমির বিরোধকে কেন্দ্র করে গাছ-পালা কেটে ২/৩ লক্ষ টাকার ক্ষতিসাধন ও বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। উপজেলার গাংনী এলাকায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন।
অভিযোগকারী গাংনী গ্রামের মুত আবদুল গফুর শেখের ছেলে এসআই ওবায়দুর রহমান জানান-তিনি চাকুরীর কারণে বাড়িতে নিয়মিত থাকেন না। তবে, তার মাসহ বড়ভাই সিয়াম শেখ বাড়িতে থাকেন। প্রতি পক্ষ তার আপন চাচা মৃত ইখলাস শেখের ছেলে মোঃ মনিরুজ্জামান শেখ ও মোঃ দুলাল শেখ তাদের বিভিন্ন প্রকারের গাছপালা কেটে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। ওই ঘটনায় তিনি শনিবার দুপুরে মোল্লাহাট থানায় অভিযোগ করেন। এরপর বাড়ি ফিরে দেখেন, তাদের বাড়িতে প্রবেশ ও বাহির হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আবার থানায় ফোন করলে পুলিশ আসে এবং পুলিশের উপস্থিতিতে বাড়ি পবেশের সুযোগ পান তিনি। এরপর তিনি তার কর্মস্থল খুলনায় ফিরে যান বলেও জানান। তিনি ওই ঘটনার যথাযথ প্রতিকার দাবী করেন।
এবিষয়ে মোল্লাহাট থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর বলেন-অভিযোগ পেয়েছেন এবং শান্তিপূর্ণ মিমাংসার জন্য দুই পক্ষকে সোমবার থানায় ডাকা হয়েছে।