কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির দক্ষিণ নোয়াপাড়া গ্রামের ফসলি জমির কচুরী পানার নিচ থেকে রোববার সকালে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি নোয়াপাড়া কামলা বাড়ির অটোরিকশা চালক সায়েদুল হকের ছেলে রাকিবের (১৫)। রাকিব সায়েদুল হক নামের স্থানীয় এক প্রবাসীর বাড়ীতে থেকে কাজ করতেন। দেড় মাস পূর্বে সে নিরুদ্দেশ হয়ে যায়। খবর পেয়ে এ এসপি সার্কেল (চৌদ্দগ্রাম) সাইফুল ইসলাম ও নাঙ্গলকোট থানার কর্মকর্তা ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের নিজাম উদ্দিন রাসেল নামে এক কিশোর ঘাস কাটতে গিয়ে গলিত লাশ দেখতে পায়। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে বেশ কিছু দিন পূর্বে রাকিবকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। লাশের পরনে নীল রঙের প্যান্ট ও কাপড়ের ব্যাগ দেখে নিহতের মা বকুল বেগম, বাবা সায়েদুল হক, ছোট ভাই মিজান রাকিবের লাশ শনাক্ত করে।
নাঙ্গলকোট থানার কর্মকর্তা ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের পোষাক দেখে স্বজনরা দাবী করেছে লাশটি নোয়াপাড়া গ্রামের কিশোর রাকিবের। লাশের ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মামলা নেয়া হবে।
নাঙ্গলকোটে সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফের পক্ষে মোটর শোভাযাত্রা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি ॥
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র পদ প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফের পক্ষে শনিবার বিকেলে মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। এ সময় মোটর শোভাযাত্রাটি পৌরসভার কয়েকটি ওয়ার্ড গুরে নাঙ্গলকোট বাজারের নির্বাচনী অফিসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ ক্রিয়া বিষয়ক সম্পাদক অহিদুর রহমান মজুমদার, সাবেক কাউন্সিলর আবু জাফর, আ.লীগ নেতা শাহজাহান, মাস্টার দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির, মাহবুবুল হক, শহিদুল ইসলাম বেছু, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমীক নেতা মমতাজ উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সদস্য সচিব ইলিয়াস মিয়া শাহিন, তোফায়েল হোসেন মজুমদার প্রমুখ।