রংপুরে মানবতার বন্ধনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। রোববার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ও সংগঠনের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্ আল ফারুক, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিন) ফরহাদ ইমরুল কায়েস, মানবতার বন্ধনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খোকন, সংগঠক আবদুল কাদের দিদার, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ, হাজীরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান, পরশুরাম থানার ওসি (তদন্ত) আবু মূসা, তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম, মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান, হারাগাছ থানার ওসি রেজাউল ইসলাম, কোট পুলিশ পরিদর্শক নাজমুল কাদের। সভায়, মানবতার বন্ধনে সংগঠনের উদ্যোগে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার। সেই সাথে আসন্ন শীতের পূর্বের মত হতদরিদ্র মানুষদের সহযোগিতারও আহ্বান জানান তিনি।