বাগেরহাটের চিতলমারীতে লেখক, কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার বিকাল ৫ টায় উপজেলা সেমিনার হলে স্বাস্থ্যবিধি মেনে এ মিলন মেলার আয়োজন করা হয়। সাহিত্য সভায় চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি, সাংবাদিক ও লেখক পংকজ ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ একরামুল হক মুন্সী, পাক্ষিক চিতলমারীর অন্তরালের নির্বাহী সম্পাদক কপিল ঘোষ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, বাবলু ম-ল, মোঃ হাফিজুর রহামন, ব্রজেন চন্দ্র, জুড়ান ম-ল, ক্রীড়াবিদও শিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দু, প্রমুখ।
এই সভায় সাহিত্য আলোচনা ও কবিতা আবৃত্তি করেন কালিদাস বড়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, অধ্যাপক সুরঞ্জন কুমার দেবনাথ, স্বনামধন্য লেখক অধ্যাপক বেনজীর আহমেদ টিপু, দেবকী মল্লিক, অধ্যাপক মুকুলেশ ঢালী, চন্দ্র শেখর মিস্ত্রী, ইউসুব আল মামুন, বিশ্বদেব ম-ল, বিজয়া রায় চৌধুরি, লেখক অসীম বিশ্বাস মিলন, চানক্য বাড়ৈ, চারণ কবি পংকজ রায়, স্বয়ম সরকার।
সাহিত্য সভা ও আলোচনা শেষে চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম ও চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রদীপ ম-ল।