সরাইলে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। গিলে খাচ্ছে বিদ্যুৎ। সুযোগে ব্যাটারি চার্জের ব্যবসা করছে অসাধু চক্র। গায়েবি বিদ্যুৎ বিলের ঘানি টানছেন সাধারণ গ্রাহকরা। অর্ধেকেরও বেশী চালকই শিশু। বাড়ছে দূর্ঘটনা। সড়কে চলছে এদের দাপট। অটোরিকশার ভীরে নিয়মিত সড়কে থমকে দাঁড়াচ্ছে জনজীবন। বাড়ছে জনদূর্ভোগ। নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যাটারি চালিত রিকশার দাপটে হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিকশা গুলো। সরজমিন অনুসন্ধানে জানা যায়, গত এক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠেছে ব্যাটারি চালিত অটোরিকশার উৎপাদন কারখানা। রিকশার ফিটনেস ও ব্যবহৃত মালামালের মান নিয়ন্ত্রনেরও কোন বালাই নেই। নগদে এককালীন ও কিস্তিতে বিক্রি হচ্ছে রিকশা গুলো। মূল্যের কোন মাত্রা নেই। ৭০, ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। কিস্তি হলে একটু বেশী। সরাইলে দৈনিক গড়ে ১০-১২টি রিকশা নামছে সড়কে। এখনো নামছেই। শুধু সরাইল সদরেই চলছে দেড় সহ¯্রাধিক রিকশা। এরমধ্যে অতিসম্প্রতি ইউনিয়ন পরিষদ থেকে সাড়ে ছয় শতাধিক রিকশা নিবন্ধন নিয়েছে। কালিকচ্ছ, চুন্টা ও শাহবাজপুর ইউনিয়নে চলছে উল্লেখযোগ্য সংখ্যক রিকশা। এসব রিকশার অধিকাংশ চালকই হচ্ছে শিশু। ঝুঁকিপূর্ণ এ পেশায় শিশু চালকের বিষয়ে জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা সভায় আলোচনাও হয়েছে। কিন্তু কোন প্রতিকার হয়নি আদৌ। নিষেধাজ্ঞা সত্বেও অত্যন্ত ঝুঁকি নিয়ে সরাইল এলাকার মহাসড়ক গুলোতেও চলছে এ রিকশা। বিশ্বরোড মোড় থেকে শাহবাজপুর পর্যন্ত দেদারছে চলছে রিকশা গুলো। ঘটছে দূর্ঘটনা ও প্রাণহানি। সকাল ৮টার পর সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে সকাল বাজার পর্যন্ত সড়কটিতে চলে অটোরিকশার দাপট। সাথে থাকে সিএনজি চালিত অটোরিকশাও। যখন তখন জ্যাম। সড়কে দাঁড়িয়ে পড়ে সকল যানবাহন। থমকে দাঁড়ায় জনজীবন। সীমাহীন দূর্ভোগ। আটকে যাচ্ছে এ্যাম্বোলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও। মাত্র ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে পেরিয়ে যায় ৪০-৫০ মিনিট। কখনো ঘন্টা। মাঝে মধ্যে ঘটছে দূর্ঘটনা।
চালকের বয়স ৭, প্রশিক্ষকের ৯:
শিশু চালকের মধ্যে আবার অত্যন্ত ঝুঁকির মধ্যেও সড়কের উপরই চলে প্রশিক্ষণ। যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তার বয়স ৯ বছর। আর যিনি রিকশা চালানোর প্রশিক্ষণ গ্রহন করছেন তার বয়স মাত্র ৭-৮ বছর। সরাইলের সড়কে এ চিত্র হরহামেশা।
বৈদ্যুতিক চার্জের নামে শোষণ:
রিকশার ব্যাটারিতে দিতে হয় বৈদ্যুতিক চার্জ। সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ি ব্যাটারি চার্জের ব্যবসা করছেন। শোষণ করছে অসহায় দরিদ্র রিকশা চালকদের। রাতে চলে চার্জের কাজ। একটি গ্যারেজে প্রতিরাতে ৩০-৩৫ টি রিকশায় চার্জ দেয়া যায়। রিকশা প্রতি চার্জের মূল্য দিতে হয় ১০০ টাকা। চালক সরাইল সদরের মোশাররফ জানায়, মিলন মিয়ার গ্যারেজে ১০০ টাকায় চার্জ করেন। বিশুতারার নেকবুল বলেন, দানা মিয়ার গ্যারেজে চার্জের জন্য ৮০ টাকা দিতে হয়। কালিকচ্ছের জাবেদ মিয়া বলেন, আমি প্রতিরাতেই বাগবাড়ি এলাকার নান্নু মিয়ার গ্যারেজে ১০০ টাকায় চার্জ দেয়। এখানে প্রত্যেক দিন ৩০টি রিকশা চার্জ দিতে পারে। আশপাশে আরো অনেক গ্যারেজ আছে। স্থানীয় পিডিবি অফিস সূত্র জানায়, ইউনিট প্রতি বিল ছিল ১২ টাকা। দরিদ্র চালকদের সুবিধার্থে ওই গ্যারেজ গুলোতে ২০২০ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল ট্যারিফ ১২ টাকা থেকে কমিয়ে ৭ টাকা ৬৪ পয়সা করা হয়েছে। রিকশার ব্যাটারি চার্জ হতে বিদ্যুৎ খরচ হয় সর্বোচ্চ ২ ইউনিট। ১৫ টাকার বিদ্যুৎ খরচ করে লাভ করছেন ৮৫ টাকা। প্রতিদিনই কামাই করছেন কমপক্ষে ২-৩ হাজার টাকা। মাসে ৭০-৮০ হাজার টাকা। এতেও সন্তুষ্ট হতে পারছেন না কতিপয় গ্যারেজ মালিক। তারা কৌশলে জাতীয় সম্পদ বিদ্যুৎ চুরি করছেন। মিটারে ক্যাবল বাইপাস করে বিদ্যুৎ ব্যবহার করছেন। এ কাজে সম্প্রতি কয়েকজন গ্যারেজ মালিক ধরাও পড়েছেন। গত ২৫ অক্টোবর শাহবাজপুর আতকা বাজার এলাকায় জিন্নত আলীর গ্যারেজে অভিযান চালিয়ে বাইপাস লাইন হাতেনাতে ধরেছেন পিডিবি কর্তৃপক্ষ। জরিমানার পক্রিয়া চলছে। ২৩ অক্টোবর একই গ্রামের লাল মিয়ার পাড়ায় বিদ্যুৎ চুরিতে ধরা পড়েছেন রাসেল মিয়া নামের এক গ্যারেজ মালিক। তাকে জরিমানা গুণতে হয়েছে ৬০ হাজার টাকা।
ভৌতিক বিলের চাপ গ্রাহকদের উপর:
গ্যারেজ মালিকদের বিদ্যুৎ চুরির প্রভাব পড়ে পিডিবি’র সাধারণ গ্রাহকদের বিলে। নিয়মিত পড়তে হচ্ছে গায়েবি বিলের ফাঁদে। বছর দিন আগে এ ভুগান্তি ছিল চরমে। এখন এনালগ মিটারের গ্রাহকরা ভৌতিক বিলের চাপে পড়ছেন নিয়মিত। রিডিং এর সাথে থাকে না বিলের মিল। ‘হৃদয়ে সরাইল’ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল বলেন, অধিকাংশ রিকশার চালকই শিশু। ফলে দূর্ঘটনা ঘটছে হর-হামেশা। শিশুদের একাজ থেকে ফিরিয়ে আনতে হবে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা বলেন, শিশুরা অটোরিকশা চালায় তার অবশ্যই কোন বৈধতা নেই। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম আইনগত ভাবে নিষিদ্ধ। রিকশা চালিয়ে অপ্রাপ্ত বয়স্ক শিশুরা যেন জীবনের ঝুঁকিতে না পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা সভার সভাপতি (সাবেক ইউএনও) এ এস এম মোসা ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন।