নওগাঁর পোরশায় ৯০পিচ ইয়াবা সহ কাবির হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক কাবির উপজেলার দুয়ারপাল ভুট্টাপাড়া গ্রামের আলতাবের ছেলে। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় এসআই শীতল কুমার, এসআই জান্নাতুল ফেরদাউস ও এএসআই মজিদ অভিযান চালিয়ে দুয়ারপাল এলাকা থেকে ইয়াবা সহ তাকে আটক করেন। এসময় কাবির দুয়ারপাল থেকে ভুট্টাপাড়া যাচ্ছিল। থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটককৃতকে রবিবার জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান।