বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির দিন ব্যাপী বার্ষিক সাধারণসভা গতকাল নগরীর একটি তিন তারকা হোটেলে অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান,বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরাফাত রহমান।
সভায় রংপুর জেলার রংপুর সদর, কাউনিয়া,তারাগঞ্জ, বদরগঞ্জ,গংগাচড়া, পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ইটভাটার মালিকেরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান জানান, সরকার পরিবেশ বান্ধব ইট ভাঁটা তৈরীর জন্য বিভিন্ন কারিগরিক সহযোগীতা প্রদান করে আসছে। রংপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু পরিবেশ বান্ধব ইট ভাঁটা তৈরী করা হয়েছে। পরিবেশের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ভাঁটা মালিদের সহযোগীতা কামনা করেন।
ইট ভাঁটা মালিকেরা তাদের ভ্যাট প্রদানের ক্ষেত্রে তাদের হয়রানীর কথা জানিয়ে বলেন, আমরা সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করতে চাই। কিন্তু আমরা কিছু সরকারী কর্মকর্তার কাছে হয়রানীর স্বিকার হচ্ছি। ভাঁটা মালিকেরা জেলা প্রশাসকের কাছে সহযোগীতা চেয়ে বলেন, তাদেরকে পরিবেশগত ও জেলা প্রশাসকের ছাড়পত্র সরবরাহ করতে অনুরোধ জানান।
ই্ট ভাঁটা মালিকদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।