সিরাজদিখানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগর এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সভাপতি আলহাজ¦ আসরাফুজ্জামান সোহেলকে সভাপতি ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সুচনা হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ।
সংগঠনের সভাপতি আসরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপি সভাপতি আবদুল কুদ্দুস ধীরণ, থানা কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক, শ্রীনগর বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ সভাপতি আলহাজ¦ মো. রুহুল আমিন শেখ, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম হাওলাদার, ব্রিটিশ কাউন্সিল রিজিঅনাল কো-অর্ডিনেটর সৈয়দা শবনম মোস্তারি, ব্রিটিশ কাউন্সিল মুন্সীগঞ্জ ডিস্ট্রিক ফ্যাসিলেটর বিবি আয়েশা জয়া।
এছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক সামছুল হক, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহামান মৃধা, হেল্থ কেয়ার ডায়াগনস্টিক এর পরিচালক ইকবাল হোসেন, এ্যাড. শহিদুল ইসলাম, কুসুমপুর জাগরণী সংসদ সভাপতি জানে আলম, যুবনেতা আনিসুর রহমান রিয়াদসহ আরো অনেকে।