কুমিল্লার হোমনায় বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। "ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পবিার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই দিবসটি পালিত হয়। এ উপলক্ষে দুপুরে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ডা. ফাদলুল আজিম আবরার, ডা. মাহফুজা ইসলাম ও ডা. নার্গিস রুবাইয়া দিনার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স জেমমিন আক্তার, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ।