দীর্ঘ ১৫ বছর পর নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবদুল খালেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত প্রমুখ।