পিরোজপুরের নাজিরপুরে নারী ইউপি সদস্যদের জন্য দুই দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য ও পরিকল্পনা বাজেট বিষয়ে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষন শুরু হয়। উপজেলার ২৭ জন নারী ইউপি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রশিক্ষনে প্রশিক্ষন দেন সংস্থার জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও উপজেলা সমন্বয়কারী অসীম মহলদার। এতে নির্বাচিত নারী ইউপি সদস্যদের সমাজের জন্য দায়িত্ব ও কর্তব্য সহ সমাজের নারীদের জাগ্রত করতে প্রশিক্ষন দেয়া হয়।