নওগাঁর মান্দায় কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ কাজের উদ্বোধন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এবারের কর্মসংস্থান কর্মসূচি কাজে ২ হাজার ১০৬ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। এসব শ্রমিকের মাধ্যমে উপজেলার ১৪ ইউনিয়নের ৬১টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে একজন শ্রমিক প্রত্যেকদিন কাজের বিনিময়ে ২শ টাকা করে মজুরি পাবেন।