আবেগঘন পরিবেশে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরশ্রীপুলক উপাধীতে ভুষিত মো.নাজিমুল হায়দারকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুক্রবারদিনগত রাতে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদায় অনুষ্ঠানে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্ছুর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি,ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফিরোজা পারভীন,নূর মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ(নজরুল)আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো.বাবুল সিকদার,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ মুন্সী,রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা-উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ইউএনও নাজিমুল হায়দার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে পরশ্রীপুলক উপাধীতে ভুষিত হয়েছেন।এজন্য জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী,ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
বিদায়ী সংবর্ধনায় বক্তারা আরো বলেন,ইউএনও নাজিমুল হায়দার একজন দক্ষ কর্মকর্তা,তিনি কাজের প্রতি খুবই আন্তরিক এবং নিষ্টাবান ছিলেন। তিনি শুধু জনপ্রতিনিধি নয় সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। আশাকরি নতুন কর্মস্থলে গিয়েও আশুগঞ্জের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন।
নির্বাহী কর্মকর্তা মো.নাজিমুল হায়দার বলেন,আশুগঞ্জে মানুষ খুবেই আন্তরিক ছিল।ফলে সকলের সহযোগিতা নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন এবং সকলের নিকট দোয়া চেয়ে এসব কথা বলেন তিনি।