ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে শনিবার সকালে ফতেপুর-মহেশপুর সড়কে সাংবাদিক ও এলকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, নির্যাতিত নারী ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম সহ এলাকার সচেতন মহল। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় তারা সাংবাদিক আবদুর রহমানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিষয়টি জানতে মহেশপুর কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে মুঠো ফোনে রিং দিলেও তিনি ধরেননি।
প্রসঙ্গত: গত ১০ ও ১১ নভেম্বর ওই এলাকার মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীরা নিজেদের অপরাধ ঢাকতে সাংবাদিক নেতা আবদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঝিনাইদহ আদালতে দু’টি মিথ্যা অভিযোগ দাখিল করেছেন।