ঝিনাইদহ কালীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় বাড়ছে ঝুঁকি। দ্বিতীয় পর্যায়ে নতুন ভাবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বিভিন্ন স্থানে বাড়ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। তারপরেও কোথাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। উপজেলার রাস্তাঘাট, দোকানপাট, বাজার, পাড়া মহল্লাসহ সবখানে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করে চলাফেলা করছে মানুষ। ফলে স্বাস্থ্য সচেতনায় অনেকেই এই পরিস্থিতিতে পড়েছে বিপাকে। চাইলেও মানুষের ভিড় এড়িয়ে চলা সম্ভব হচ্ছে না।
এর মধ্যে সরকারের পক্ষ থেকে নো মাস্ক নো সার্ভিস ঘোষণা দেওয়া হয়েছে। সেখানেও তেমন ফল হচ্ছে না। কালীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখা হয়েছে নো মাস্ক নো সার্ভিস কিন্তু বাস্তবে তার কোনটায় মানছে না কেউ।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতমুলক প্রচার অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। এ জন্য জনগণকেও সচেতন হতে হবে। করোনার মতো ভয়ঙ্কর ব্যধিকে মোকাবিলা করতে জনসচেতনতার বিকল্প নেই।