খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছেন। আহত পিতা সাধন মন্ডল (৪৮) ও তার অনার্স পড়–য়া ছেলে আশীষ (২৫) উপজোলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ উঠেছে উপজেলার দেলুটিতে পূর্বে সংগঠিত একটি গোলাগুলির মামলা প্রত্যাহার প্রস্তাব ও স্বাক্ষী দিতে নিষেধ করায় সর্বশেষ ১২নভেম্বর সন্ধ্যায় জকারহুলায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। দেলুটির জকারহুলা গ্রামের বিনয় মন্ডলের ছেলে পবন মন্ডল জানান, দীর্ঘদিন ধরে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষ রবীন মন্ডলের ছেলে স্বপন মন্ডল ও মৃত্যুঞ্জয় সহ স্বপন গংদের সাথে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, ইতোপূর্বে দেলুটিতে জমির বিরোধের ঘটনায় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পবন মন্ডলের ভাই বিশ্বজিত মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতে ২১০(ক)/১৪ মামলা করেন। বর্তমানে জেলা দায়রা জজ আদালতে ৮৬/১৫নং মামলাটি স্বাক্ষী পর্যায়ে রয়েছে। এ মামলার স্বাক্ষী জকারহুলার মৃত মান্দার মন্ডলের ছেলে সাধন মন্ডল জানান, আদালতে চলমান মামলাটি স্বাক্ষী পর্যায়ে থাকায় স্বপন-রনজিত গংরা মামলা প্রত্যাহারের প্রস্তাব ও স্বাক্ষী না দেওয়ার জন্য আমাকে চাপ সৃষ্টি করেন। ঘটনার সময়ে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে বহিরাগত মধুখালীর অমর মন্ডল ও জকারহুলার মৃত্যুঞ্জয় মন্ডল, স্বপন-রনজিৎ, কিরন গংরা পরিকল্পিত ভাবে সন্ধ্যার সময় আমার ও ছেলে আশীষ এর উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। দায়ের কোপে আশীষের ডান পায়ের হাটুর নিচু থেকে ভেঙ্গে গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পবন মন্ডল বাদী হয়ে অমর মন্ডল, মৃত্যুঞ্জয় মন্ডল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-১০। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিত বিশ্বাস শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতার কথা জানিয়েছেন। ওসি মোঃ এজাজ শফী জানান, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা করেছেন।