খুলনার পাইকগাছায় পুলিশের নির্দেশনা উপেক্ষা করে মুক্তিযোদ্ধা খাজা নাজিমউদ্দীনের জমির কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মানিক গাজী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছেন, উপজেলার গড়ইখালীর ফকিরাবাদের বাসিন্দা মুক্তিযোদ্ধা খাজা নাজিমউদ্দীন সরকারী বিধি মতে নূরপুর আমিরপুর মৌজায় ১নং খাস খতিয়ানের ৬৬৬ দাগে ৩ বিঘা খাস সম্পত্তি বন্দোবস্তপ্রাপ্ত হন যার দলিল নং ২৫২৫/৬ এবং বন্দোবস্ত কেস নং ২৯৯/২০০১। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই জমি নিয়ে দক্ষিণ আমিরপুরের মানিক গাজী গংদের মধ্যে বিরোধ দেখা দিলে উভয় পক্ষের মধ্যে মননামালিন্য সৃষ্টি হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা নাজিমুদ্দীন জানান, দীর্ঘদিন ধরে জমি ভোগ দখলে আছি। তার অভিযোগ এই জমি নিয়ে থানায় কয়েক বার বসাবসি হলে পুলিশ উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা দেন। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার ভোর বেলা মানিক, সাইফুল গংরা মারপিট ও ভয়ভীতির হুমকি দিয়ে জমির কাঁচাধান কেটে নেয়। এ ঘটনায় নাজিমউদ্দীন বাদী হয়ে মানিক গাজী, সাইফুল গাজী, তপন রায়, পার্থ রায় সহ ৫ জনের নামে থানায় এজাহার দাখিল করেছে। এ বিষয়ে ওসি তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।