"কৃষি সমৃদ্ধি " এই শ্লোগান কে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ--২ সিআইজি কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় চিন্ময় রায়, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এনএটিপি-২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজাহারুল ইসলাম সিদ্দিকী, পরিচালক, এনএটিপি-২ প্রকল্প, খামার বাড়ী, অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ), মোঃ আমজাদ আলী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা, মোঃ আবদুল বারী, জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ সোমা সরকার। কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিন ব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন মুজিব বর্ষে এই প্রকল্পের মাধ্যমে সমন্বিত কৃষির আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্য সম্পদের পরিকল্পিত চাষ ও প্রাণী সম্পদের সঠিক লালন পালনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গডার স্বপ্ন পূরণ করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
প্রশিক্ষণ গ্রহণ করে মাঠ পর্যায় নিবেদিত হয়ে কাজ করতে হবে যাতে অভ্যন্তরিন সকল চাহিদা পূরণ করতে কৃষি, মৎস ও পশুসম্পদ অধিদপ্তর সক্ষম হয়। কৃষক বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে সত্যিকারের কৃষকের মাঝে সরকারের সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই কৃষকের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক সকল দপ্তরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক মোঃ আবু বকর তার অভিজ্ঞতা ও স্বপ্ন তুলে ধরেন।