খুলনার পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা-মারপিটে গূহবধূ সহ উভয় পক্ষের ৪জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় গৃহবধূ লিপিকা পাল (৫০)কে উপজেলা স্বাস্থকমপ্লেস্কে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁকা বাজারস্থ মন্দিরের সামনে এ মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, জায়গা-জমির বিরোধ ও বাঁকা মন্দিরের নেতৃত্বের কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। হাসপাতালে ভর্তি আহত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পাল জানান, আমার ভাই ব্যবসায়ী কোমল পাল (বাবু) বৃহস্পতিবার সকালে মোটর সাইকেলে কাটিপাড়া অটোরাইস মিলে যাওয়ার জন্য রওনা দেয়। এ সময় ঘটনাস্থলে পৌছানো মাত্রই পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তরুন কুমার দে তার দুই ছেলে রাজু ও সাজুদে সহ কাজল দে,অলোক দে সহ ৫/৬ জন পরিকল্পিত ভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাবু পালের গতিরোধ করে মারপিট করতে থাকে। খবর পেয়ে পরিবারের লোকজন এগিয়ে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্বামী কোমল পালকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ তরুন ও তার ছেলে কাজল গংদের হামলায় শিকার হয়ে স্ত্রী লিপিকা পালের মাথা ফেটে রক্ষাক্ত জখম হন। এ সময় একই পরিবারের সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা বিমল পাল ও তার বড় ভাই অবঃ প্রধান শিক্ষক স্বপন পাল সহ প্রতিপক্ষের রাজিব দে আহত হন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আমান সরদার জানান, মারপিট ঠেকাতে গিয়ে আমি নিজেই আঘাত পেয়েছি এবং এ সময় সাহস করে অনেকে এগিয়ে না আসলে অঘটন ঘটতে পারতো। অভিযোগ সম্পর্কে অরুন দের ছেলে কাজল দে বলেন, প্রতিপক্ষ বাবু পাল আমার বাবাকে লাঞ্চিত করে। যার রেশ ধরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা বলে ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, ঘটনার পরেই আহতরা থানায় আসলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে বলি। এ ঘটনায় কোমল পাল বাদী হয়ে তরুন পাল সহ ৬/৭ জনের বিরিদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন।