দির্ঘ আড়াই মাস লাইফ সাপোর্ট ও অজ্ঞান অবস্থাসহ প্রায় তিন মাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা সভাপতি ও মোবারকগঞ্জ চিনিকলের সিআইসি কমরেড আমির হামজা বাবলু এখন আস্তে আস্তে কথা বলতে পারছেন। তবে মোবাইল ফোনে কথা বলা সম্পূর্ণ ডাক্তারের নিষেধ রয়েছে। তার ক্যাথেটার এখনো খোলা হয়নি। কমরেড বাবলুর পূর্ণ সুস্থতায় জন্য তার পরিবার সকলের দোয়া কামনা করেছেন।
গত ১৯ আগস্ট কমরেড বাবলু হঠাৎ গুরুতর অসুস্হ হয়ে পড়েন। তাকে ঢাকা বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে তার ব্রেন স্ট্রোক ধরা পড়ে। বারডেমে আইসিইউ বেড খালি না থাকায় প্রয়োজনে আইসিইউ সেবা দেয়ার সুবিধার্থে ডাক্তাররা তাকে গ্রীর রোডের ধানমন্ডি হাসপাতালে প্রেরন করেন। দুই দিন পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। দু'সপ্তাহেও অবস্থার উন্নতি না হলে তাকে শেরেবাংলা নগরের জাতীয় নিউরোসাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তিনি অজ্ঞান অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। দির্ঘ চিকিৎসার পর গত ২৫ অক্টোবর তার লাইফ সাপোর্ট ও ২৭ অক্টোবর অক্সিজেন খুলে দেয়া হয়। ডাক্তারদের পরামর্শে একই দিন তাকে হাসপাতালের পাশে অস্থায়ী ভাড়া বাসায় নেয়া হয়। সেখানে ডাক্তার-নার্সরা তাকে নিয়মিত দেখাশুনা ও চিকিৎসা দিচ্ছেন। চলছে নিয়মিত ফিজিওথেরপী।
এদিকে কমরেড বাবলুর পূর্ণ সুস্থতায় কামনা করে বিবৃতি দিয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতনসহ ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা নেতৃবন্দ। নেতৃবৃšদ এক বিবৃতিতে আশা প্রকাশ করেন কমরেড বাবলু অচিরেই সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবেন এবং সমাজ পরিবর্তনের লড়াইয়ে পূর্বের মতই ভূমিকা রাখবেন।