বাগেরহাটে মোল্লাহাটে এক কৃষকের ৫ বিঘা জমির টমেটো গাছ কেটে ক্ষেত তছনছ করে দিয়েছে দুর্বত্তরা। বুধবার রাতের আঁধারে আড়াই হাজার টমেটা গাছ উপড়ে ফেলে এবং কেটে ফেলে। এসব গাছে ছোট বড় বিভিন্ন সাইজের টমেটা ঝুলছিল। পূর্ব শত্রুতার জের ধরে টমেটো ক্ষেত ধ্বংস করা হয় বলে জানান, ক্ষতিগ্রস্থ সরসপুর গ্রামের কৃষক তুষার বিশ্বাস। তিনি বলেন, অধিক লাভের আশায় বাড়ির পাশে ঘেরের পাড়ে আড়াই হাজার টমেটো গাছে বিভিন্ন সাইজের টমেটো ঝুলছে। কয়েক দিনের মধ্যে টমেটো বিক্রি করা যেত। বাড়ির পাশে প্রতিবেশীর সাথে দীর্ঘদিন জমি জায়গা নিয়ে বিরোধ চলছে। তার জের ধরেই আমার টমেটো গাছ কেটে ফেলেছে বলে তার অভিযোগ। তিনি বলেন এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যারা এই টমেটো গাছ কেটে ও উপড়ে ফেলেছে তাদের খুঁজে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর বলেন আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।