বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ৬নং কোদালিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এ শপথ পাঠ করান। শপথ পাঠ করানোর পর জেলা প্রশাসক বলেন-করোনা বিষয়ে সচেতনতা সৃস্টিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ছাড়া কোন সংশয় বা সংকোচ না করে মানুষের সেবায় নিবেদীত থাকলে চেয়ারম্যানদের জন-প্রিয়তা উত্তরোত্তর বাড়বে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
সহকারী কমিশনার খাদিজা আক্তার’র সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শেখ দেলোয়ার হোসেন, হাজী শাহাবুদ্দিন শেখ, অবঃ প্রধান শিক্ষক সেলিমুজ্জামান ভূইয়া, কোদালিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আঃ হান্নান গাজী ও ইউপি সদস্য মোঃ আকাশ শেখ প্রমূখ। এ সময় জননেতা সংসদস সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার মা রিজিয়া নাসের এবং উপমন্ত্রী হাবিবুন্নাহার এর আশু সুস্থ্যতা কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া পরিচালনা করেন নব-নির্বাচিত ও শপথ গ্রহণকারী ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম।