আগামী ১৫ নভেম্বর থেকে আবার চালু হবে রেলপানি। রেলপথ মন্ত্রণালয় তা সুনিশ্চিত হতে বিএসটিআই, বুয়েট এবং আইসিডিডিআরবি দ্বারা রেলপানি পরীক্ষা করানো হয়েছে। তিনটি প্রতিষ্টানই সনদ দিয়েছেন রেলপানি পানের উপযুক্ত এবং বিশুদ্ধ। আজ বৃহষ্প্রতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, সমরপ্রতি সামাজিক গণমাধ্যমে রেলপানি নিয়ে প্রশ্ন উঠেছিল এই পানি বিশুদ্ধ নয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মন্ত্রণালয় বিশুদ্ধতা যাচাই করতে উপরের তিনটি প্রতিষ্ঠানে পূণরায় পরীক্ষা করে সকল প্রতিষ্ঠান রেলপানি পানের উপযুক্ত বলে সনদ প্রদান করেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এছাড়া ৪টি ট্রেনের ক্যাটারিং সেবা পরিচালনা করা হবে। ট্রেনে চলমান ক্যাটারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিদ্যমান বুফেকারের ভাড়ার ন্যায় বনলতা এক্সপ্রেস,পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনগুলিতেও বুফেকারের ভাড়া নির্ধারণ করে চাহিদার প্রেক্ষিতে খাবার সরবরাহের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। সোনার বাংলা ট্রেনটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। যা পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত হতো। ক্যাটারিং নীতিমালা ২০২০ মোতাবেক আগামী ১৫ নভেম্বর থেকে সোনার বাংলা ট্রেনের ক্যাটারিং সার্ভিস পরিচালিত হবে বিআরসিটিসির মাধ্যমে। ক্যাটারিং নীতিমালা ২০২০ মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। ওই নীতিমালা অনুযায়ী ক্যাটারিং কোম্পানিগুলো পরিচালিত হবে। একই তারিখ থেকে সকল আন্তঃনগর ট্রেনে স্বাস্থ্য-বিধি মেনে ট্রেনে খাবার সরবরাহ করা যাবে।