পিরোজপুরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে শহরের স্বাধীনতা মঞ্চে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় পিরোজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালম রহমান হ্যাপী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যে পরিষদের কোষাধ্যক্ষ মিন্টু মাতা, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের দাবী করেন।