সিরাজদিখানে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং ইছাপুরা শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ইছাপুরা বাজার রোডের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ শ্রীনগর শাখা কর্তৃক এজেন্ট ব্যাংকিং ইছাপুরা শাখা পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংক শ্রীনগর শাখার ম্যানেজার মো. আব্দুল্লাহ। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেড অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা এস.এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইভিপি ও ঢাকা দক্ষিণ জোনের প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুমন মিয়া, হাবিব কমপ্লেক্সের মালিক মো. সুমন হাবিব।
আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইছাপুরা বাজার এজেন্ট ব্যাংকিং তৃতীয় তম কেন্দ্রের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ। ইছাপুরা বাজার ব্যবসায়ী মো. শামীম বেপারী, জাকির হোসেন সেতু, আবু মুসা, আহমেদ মারুফ, শুভ রঞ্জন ঘোষ, জাকির হোসেন জনি, মো. আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।