সিরাজদিখানে মিশুক চালক আনোয়ারুল ইসলাম (৪২) এর খালের মধ্য থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতক্াল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকালদী পাওয়ার হাউজ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আনোয়ারুল মুন্সীগঞ্জ শহর লঞ্চ ঘাট এলাকায় বসবাস করতো তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। সে গত ২ দিন আগে নিখোঁজ হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বেলা ১১ টার দিকে খালের পানিতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আরো জানা যায়, গত মঙ্গলবার রাতে সে নিখোঁজ হয়। সে রাতেই পরিত্যাক্ত অবস্থায় সিরাজদিখানের কাকালদী এলাকা থেকে মিশুক গাড়ি ও তার মোবাইল সেট উদ্ধার করেছিল পুলিশ।