ইন্দুরকানীতে করোনায় নি¤œ আয়ের দেড় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের সমাজ সেবক মোঃ হেমায়েত হোসেন হাওলাদার তার নিজ বাসভবনের সামনে ব্যক্তিগত তহবিল থেকে দেড় শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইন্দুকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান খান,মোঃ শাহিদুল ইসলাম কে.এম শামীম রেজা, শিক্ষক আঃ হালিম প্রমুখ।