সরকার বা সংশ্লিষ্ট দফতর তৃণমূলে বসবাসকারী বিদ্যুতের গ্রাহকদের সুবিধার্থে বিনামূল্যে খুঁটি ক্যাবলসহ সব কিছু দিয়েছেন। এ ছাড়া দুই বছর কন্সালটেন্ট দিয়ে করা পরিকল্পনা মত সরাইলে ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রকল্প’ এর কাজ হচ্ছে না। মূলত: যে গ্রাম গুলোর বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য সরকারের এই প্রকল্প। এখনো অনেক গ্রামে কাজই শুরূ হয়নি। দুটির কোনটাই বাস্তবায়ন করছেন না ঠিকাদারের লোকজন। তারা শুরূ থেকেই মোটা অংকের টাকার বিনিময়ে খুটি বিক্রি করছেন। খুঁটি বাণিজ্য থেকে রেহায় পায়নি সরকারের বাছাইকৃত গ্রামও। এসব অনিয়মের উপর গত ৭ নভেম্বর শনিবার অনলাইন পোর্টাল এফএনএস-এ “সরাইলে খুঁটি বাণিজ্যে বেপরোয়া পিডিবি’র ঠিকাদার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট দফতর ও প্রকল্প প্রধান গণ। দৌড়ঝাঁপ শুরূ করেন ঠিকাদারের মাঠ পর্যায়ের লোকজনও। অবশেষে পত্রিকায় প্রকাশিত অনিয়ম ও অভিযোগ গুলো খতিয়ে দেখার জন্য প্রকল্প পরিচালকের দফতর, ঢাকা এর উপ-পরিচালক বিরেশ্বর সাহাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কমিটির অপর দুই সদস্য হলেন-প্রকল্প বিভাগ-১ কুমিল্লা এর নির্বাহী প্রকৌশলী শাকিল মো. নাহিদ ও কুমিল্লা জাঙ্গালিয়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহমেদ। গত ১১ নভেম্বর বুধবার সকাল ১১ টার দিকে ওই তদন্ত কমিটির সদস্যরা সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর (বিক্রয় ও বিতরণ) কার্যালয়ে পৌঁছেছেন। ‘ট্রেড পাওয়ার ইন্টারন্যাশনাল’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার প্রকৌশলী আতিকুজ্জামান সোহেলও হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন কাজের পরিকল্পনা ম্যাপ প্রস্ততকারী কন্সালটেন্ট মো. আবদুস সালাম। প্রকৌশলী নওয়াজ আহমেদ খানের দফতরে ৪ ঘন্টারও অধিক সময় চলে আলোচনা। তদন্ত কমিটির সদস্যরা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে কন্সালটেন্টের পরিকল্পনার (ডিজাইন) বাহিরে কোন খুঁটি না বসোনোর নির্দেশ দিয়েছেন জোড়ালো ভাবে। বিকাল সাড়ে তিনটার পর তদন্ত কমিটি চলে যায় শাহবাজপুর সাব-ষ্টেশনে। পরে বিকেলে কুট্রাপাড়া সাব-ষ্টেশন পরিদর্শন করে গ্রামের কয়েকজন গ্রাহকের সাথে একান্তে কথা বলেন তদন্ত টিমের লোকজন। তবে গত বুধবার সকাল ১১টা ৪১ মিনিটে সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কাছে মুঠোফোনে প্রতিবেদন প্রকাশের পরবর্তী আপডেট জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয় প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঠিকাদারকে কোন কথা বললে বা অনুরোধ করলে না শুনলে আমাদের কিছুই করার থাকে না।