রংপুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিষদের সভা আজ ১১ নভেম্বর বুধবার বিকেলে ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরাফাত রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার রহমান, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, প্রফেসর শাহ আলম, রাজ্জাক মুরাদ, চন্দনপার্ট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ। সভায় রংপুরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। রংপুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিষদের সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।