রংপুর জেলার গঙ্গাচড়ার লালচাঁদপুর খাউরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে বিধি বহির্ভুতভাবে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি পদে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতি লঙ্ঘন করে শিক্ষকতা পেশা গোপন রেখে ওই শিক্ষক ব্যবসায়ী পরিচয়ে গঙ্গাচড়া বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডিতে সভাপতির পদ আকড়ে ধরে আছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে দশ জনের মতো শিক্ষক-কর্মচারী নিয়োগের মোটা অংকের আর্থিক সুবিধা গ্রহণেরও অভিযোগ উঠেছে। সম্প্রীতি রংপুর জেলা প্রশাসক ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দেয়া আবেদনপত্রে শহিদুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শিক্ষকতা পেশা গোপন করে ব্যবসায়ী হিসেবে নিজেকে জাহির করে লালচাঁদপুর খাউরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী শহিদুল ইসলাম ২০১১ সাল থেকে বেতগাড়ী একরামিয়া বহুমূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি পদে দায়িত্ব রয়েছেন। তাও একবার দুইবার নয়, পরপর তিনবার সভাপতি পদে বহাল রয়েছে শহিদুল ইসলাম। যা সম্পূর্ণ বিধি বহির্ভুত এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র লঙ্ঘনের সামিল। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুযায়ী একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবে না। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধিতেও রয়েছে, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক পদে বহাল থেকে অন্য কোনো প্রতিষ্ঠানের গভর্ণিং বডির বা পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না। কিন্তু শহিদুল ইসলাম অধ্যাবধি শিক্ষকতা ও অন্য প্রতিষ্ঠানে গভর্ণিং বডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
সোহেল, লুৎফর, সাইমুন, মিজানুরসহ বেশ কয়েকজন স্থানীয় জানান, মৌলভি শিক্ষক শহিদুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল অর্থ সম্পদ করেছেন। লালচাঁদপুর খাউরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হয়েও অন্য মাদ্রাসার গভর্ণিং বডিতে সভাপতি হিসেবে নিজের পাকাপোক্ত অবস্থান করে নিয়েছে। দুই মাদ্রাসাতেই তার নিয়োগ বাণিজ্য রমরমা।
স্থানীয়দের দাবি, শহিদুল ইসলামের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট আর বেপরোয়া দুর্নীতিতে মাদ্রাসা দুটি পরিবার কেন্দ্রিক হয়ে উঠেছে। সেখানে তার নিজের পছন্দের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ইচ্ছে মতো সবকিছু করে যাচ্ছেন। প্রতিবাদকারী এখন তার কাছে জিম্মি।
বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ফজলুল করিম অভিযোগ করেন, তার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ জাফরুল হক অবসর গ্রহণের পর হতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশের আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সম্প্রতি গভর্ণিং বডির সভাপতি শহিদুল ইসলাম আইনের তোয়াক্কা না নিজের স্বার্থে তাকে বাদ দিয়ে জুনিয়র প্রভাষক মনোয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছে। যা অবৈধ, বিধি বহির্ভুত ও সম্পূর্ণ অন্যায়।
এসব অভিযোগের ব্যাপারে জানতে লালচাঁদপুর খাউরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার শিক্ষা প্রতিষ্ঠানেও দুই গিয়ে তার দেখা মেলেনি।