আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, সহ সভাপতি মো. শহিদ মল্লিক, উপজেলা ছাত্রলীগ এর আহ্বায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহ্বায়ক আল আমিন সরদার, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আসমা আক্তার জুথি প্রমূখ। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প স্তাবক অর্পন করা হয়।