অটো রিকশা চুরি ছিনতাই বন্ধ, দুর্ঘটনা কবলিত শ্রমিকদের মানবিক ভাতা চালু, চালকের লাইসেন্স কার্ড প্রদান, শ্রমিক নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা জাতীয় শ্রমিক পার্টি।
বুধবার দুপুরে নগর ভবনের সামনে মানববন্ধনে কয়েকশ অটো শ্রমিক মানববন্ধনে অংশ নেন। সংগঠনটির জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক পার্টি নেতা মাজহারুল ইসলাম, রাজু আহমেদ, অটো চালিত রিকশা শ্রমিক পার্টির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন প্রমুখ।
এসময বক্তারা কথায় কথায় অটো আটক বন্ধ, মহানগরীতে যানজটমুক্ত, নিত্য প্রয়োজণীয় জিনিসের সাথে সংগতি রেখে অটোরিকশা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে বলেন তাদের দাবি মানা হলে কঠোর আন্দোলন করা হবে। পরে তারা সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে স্মারকলিপি দেয়।