ইন্দুরকানীতে আওয়ামী যুবলীগের গৌরব ও সাফল্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার উপজেলা হলরুমে ইন্দুরকানী উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক আকন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহীন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: এম মতিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তাব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল,পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানা, যুবলীগ সাগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক,বন্দর যুবলীগ সভাপতি আরিফুর রহমান টুটুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রমুখ। আলোচনা সভা ও দেয়া অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন করা হয়।