ঝিনাইদহের হরিনাকুন্ডতে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘ মাস্ক নেই, সেবা নেই‘ ও জনসমাগম এড়িয়ে চলি, সামাজিক দুরত্ব বজায় রাখি শ্লোগানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে বুধবার দিনভর উপজেলার একতারা মোড়, দোয়েল চত্তর মোড়সহ বিভিন্ন এলাকায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে গম্ভীরা ও গণসঙ্গীত পরিবেশন, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও স্কাউটস সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওসি আবদুর রহিম মোল্লা, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, নাজমুল হুদা পলাশ, রাকিবুল হাসান রাসেল প্রমূখ।
পরে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের ওপর মাস্ক না পরাই ১০ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও।