আন্দোলনকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীদের অব্যাহত আন্দোলনের মুখে নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজ মাঠে ৬তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণ কার্যক্রম অবশেষে বন্ধ হয়ে গেল। আর এর মাধ্যমে বিজয় হলো আন্দোলনকারীদের। মঙ্গলবার নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর-রশিদ সরেজমিন কলেজ পরিদর্শন করে পূর্ব নির্ধারিত স্থানে কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত জানিয়ে দেন এবং কলেজ মাঠে ভবন নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি নজিপুর সরকারি কলেজ কর্র্র্ত্তৃপক্ষ কলেজ মাঠে ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। কলেজ ভবন পাশ করার সময় কলেজ ক্যাম্পাসের একটি পরিত্যক্ত স্থান দেখিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে ভবন পাশ করিয়ে নেওয়া হলেও অদৃশ্য কারণে কর্ত্তৃপক্ষ কলেজ মাঠে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানাজানি হলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীরা বিক্ষোভে ফেটেপড়ে। কলেজসহ এলাকার ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার একমাত্র মাঠটি নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদে তাঁরা গত ২০ ও ২৫ অক্টোবর এবং ২নভেম্বর কলেজ গেটের সামনে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সকল ঘটনার খবর দৈনিক যুগান্তরসহ স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়।এরইমধ্যে ৬ নভেম্বর কলেজ কর্ত্তৃপক্ষমাঠে খোঁড়াখুঁড়ি শুরু করলে ৭ নভেম্বর ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা কলেজ মাঠে অবস্থান ধর্মঘট পালন করে। বিষয়টি জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদের নজরে গেলে ৭ নভেম্বও তিনি কলেজ মাঠে ভবন নির্মাণ বন্ধ রাখার মৌখিক নির্দেশনা প্রদান করলে কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে কলেজ কর্ত্তৃপক্ষ ৯ নভেম্বর সকালে ভবন নির্মাণের উদ্দেশ্যে পুনরায় মাঠ খনন শুরু করেন। এছাড়াও কলেজ মাঠে ভবন নির্মাণের দাবিতে কলেজ কর্ত্তৃপক্ষের উদ্যোগে সোমবার সকালে কলেজ গেটে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কলেজ মাঠে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়এবং বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়।
জেলা প্রশাসকের আদেশ অমান্য করে কলেজ মাঠে ভবন নির্মাণের উদ্যোগ শুরু হলে আন্দোলন কারীরা বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন।এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মঙ্গলবার কলেজ পরিদর্শন করেন। কলেজ কর্ত্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে তিনি কলেজ মাঠের পরিবর্তে নির্ধারিত স্থানে কলেজ ভবন নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ করা হল। পূর্ববর্তী স্থানে কলেজ হোস্টেলের পাশে ভবন করার মতো জায়গা রয়েছে। সেখানেই নতুন ভবন নির্মাণ করা হবে। শুধুমাত্র ২টি সেপটিক ট্যাংক অপসারন করতে হবে। সেগুলো অপসারণ ও নির্মাণের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থনৈতিক সার্পোট দেওয়া হবে।