ভাণ্ডারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের উদ্যোগে খাদ্যপণ্য তৈরি কারখানা (বেকারী), খাবার হোটেল ও ওষুধের দোকানে গতকাল মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ভেজাল খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে একটি বেকারীসহ তিন দোকান থেকে ১৯ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভাণ্ডারিয়া বাজার সংলগ্ন সনিয়া বেকারী, স্থানীয় বাসষ্টান্ডে আজমেরী ভোজল বিলাশ রেস্তোরা, হাসপাতাল সড়কে মেসার্স ছিদ্দিক মেডিকেল হল ও জুয়েল মেডিকেল হল।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া। তাকে ভাণ্ডারিয় থানা পুলিশ সহায়তা করেন।