পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মো. জাহাঙ্গীর হোসেন (৪৯) ও মো. দেলোয়ার সর্দার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জাহাঙ্গীর হোসেন উপজেলার মধ্য ভাণ্ডারিয়ার মো. রুস্তুম আলীর ছেলে ও একই গ্রামের দেলোয়ার সর্দার মো. জলিল সর্দারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিদর্শক মো. এনায়েত হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মধ্য ভাণ্ডারিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন এর বসত ঘর থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও দেলোয়ার সর্দার কে তার বাড়ীর সামনে সড়কে মাদক বিক্রিকালে ২০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পিরোজপুর এর পরিদর্শক মো. আহসান হাবিব ও উপপরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পিরোজপুরের পরিদর্শক মো. আহসান হাবিব, উপপরিদর্শক মো. জামাল হোসেন ও সহকারী পরিদর্শক মো. এনায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ফোর্স অংশ নেয়।