খুলনার পাইকগাছায় করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে প্রসাশন মাঠে। যাত্রীবাহী বাসসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে জিরোপয়েন্টস্থ যাত্রীবাহী বাস ও সরল বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় বাস যাত্রী সহ কয়েকজন ব্যক্তিকে জরিমানা করা হয়। এ ছাড়া সর্বসাধারণকে মাস্ক ব্যবহার করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, কানুনগো মোজাম্মেল হোসেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার।