খুলনার পাইকগাছায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যা মামলার কোনো আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করেন প্রান্ত ভাই। প্রায় ৪সপ্তাহ হলেও এমনকি হত্যার প্রকৃত রহস্যও উদ্ধার হয়নি। এনিয়ে প্রান্ত পরিবারের সদস্যরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। ছেলে হত্যার সঠিক বিচার আদোও হবে কি? এমন সংশয় প্রকাশ করেছেন প্রান্তর বাবা অচিন্ত ঘোষ। মামলাটি বর্তমানে সিইডিতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের অচিন্ত ঘোষের পুত্র ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ (২৪) গত ৭অক্টোবর সহকর্মীদের সাথে নৌকা প্রতীকের(উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারনা শেষে গড়ইখালী থেকে রাত ১০টার দিকে মটর সাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় কয়েকজন যুবক চোর বলে তার পিছু নিয়ে ধাওয়া করে এবং মোবাইল ফোনে উত্তর খড়িয়ার ভীমকে অবহিত করে। এ সময় ভীম সুকুমার মন্ডলের বাড়ির সামনে সড়কের উপর বাঁশের বেরিকেট দিয়ে রাখে। রাত ১১টার দিকে বাঁশের বেরিকেটের সাথে ধাঁক্কা লেগে প্রান্ত রাস্তায় পড়ে গেলে সাইফুর রহমান, আলমগীর, হৃদয় ও বিপ্লব প্রান্তকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রান্তর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে প্রান্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় প্রান্ত’র ভাই অনুপ ঘোষ বাদি হয়ে ১৬অক্টোবর উপজেলার গড়ইখালীর জাহাঙ্গীর গাজীর ছেলে সাইফুর (২৫), মইদুল এর ছেলে আলমগীর (২৫), বাবু গাইনের ছেলে হৃদয় (১৮), আজমল গাইনের ছেলে বিপ্লব (২০) ও উত্তর খড়িয়া গ্রামের রঞ্জিত সানার ছেলে ভীম (২০) এর নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।