নওগাঁর পত্নীতলায় সরকারের "ঘরে বসে শিখি" বিষয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন "ডিগনিটি এ- লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রকল্পের" অংশ হিসাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে।
"ঘরে বসে শিখি" প্রচারাভিযান কর্মসূচিটি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কমিউনিটিতে আয়োজন করা হয়। সভায় ৪০-৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিভাবক সামাজিক দুরত্ব মেনে এবং মাস্ক পরে অংশগ্রহণ করেন। প্রচারাভিযানে রিসোর্স পার্সন হিসাবে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি সরকারের চলমান ঘরে বসে শিখি কার্যক্রম বাস্তবায়নে অভিভাবকদের করণীয় নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। এছাড়াও প্রচারাভিযানে করোনাকালীন সময়ে শিশু ও অভিভাবকদের সুরক্ষা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়। পত্নীতলা ও মহাদেবপুরে উপজেলায় ২০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কমিউনিটিতে প্রচারাভিযান আয়োজন করা হয়েছে বলে বিএসডিও সূত্রে জানা গেছে।