বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধে সরকারের আদেশ উপেক্ষা করে এ্যাসাইনমেন্ট-এ কয়েক হাজার শিক্ষার্থীর থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মোল্লাহাট শিক্ষক সমিতি (চরকুলিয়া) এর অন্তর্ভুক্ত চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়, দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয় ও দত্তডাঙ্গা এ.সি. মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার এ অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন সুত্রে পাওয়া অভিযোগের সত্যতা সন্ধানীতে গেলে চরকুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী সাক্ষাতকারে জানান-তাদের থেকে প্রতি বিষয়ে একশ টাকা করে নেয়া হচ্ছে। আজ (সোমবার) তিন বিষয়ের জন্য প্রশ্ন ও খাতা দিয়েছে এবং প্রত্যেকের থেকে তিন’শ টাকা করে নিয়েছে। এই তিন বিষয় আগামী শনিবার জমা দেয়ার পর আবার এ্যাসাইনমেন্ট দিবে এবং আবার প্রতি বিষয়ে একশ টাকা দিতে হবে।
নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একটি কক্ষে ৯ম শ্রেণির অনেক শিক্ষার্থী গাদা-গাদি করে বসে এ্যাসাইনমেন্ট’র টাকা দেয়ার অপেক্ষারত। এক শিক্ষকও আছেন ওই কক্ষে। তবে, ওই শিক্ষক সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিতেই শিক্ষার্থীরা সমস্বরে বলেন-তাদের প্রত্যেকের থেকে এক হাজার টাকা করে নেয়া হচ্ছে। তারা এও বলেন যে, ইচ্ছে না থাকালেও বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে।
চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী জানান-তাদের থেকে প্রতি বিষয়ে একশ’ দশ টাকা করে নিয়েছে বিদ্যালয়।
মোল্লাহাট শিক্ষক সমিতির সভাপতি দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেন বলেন-তার বিদ্যালয়ে এখন পর্যন্ত টাকা নেয়া হয় নাই, তবে, ৯ম-১ম শ্রেণির থেকে একহাজার ও অন্য সকল শ্রেণির শিক্ষার্থীর থেকে আট’শ টাকা করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বুধবার সমিতির সভায় এ টাকা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানান তিনি।
ওই সমিতির সাধারণ সম্পাদক চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা (মুরাদ) বলেন-এ্যাসাইনমেন্ট বাবদ কোন টাকা নেয়া হয় নাই, ৯ম-১০ম শ্রেণির এক হাজার ও অন্যান্য শ্রেণির আট’শ টাকা করে নেয়া হয়েছে বেতন বাবদ, তবে, বেতন যা হয় করোনার কারণে তার চেয়ে কম নেয়া হয়েছে।
অভিযোগ অস্বিকার করে চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল ও অফিস সহকারী হাসান মাহমুদ বলেন-এ্যাসাইনমেন্ট কভার পেজ ও কাগজ বাদব শ্রেণি ভেদে মাত্র ১/২’শ টাকা নিচ্ছেন।
নগরকান্দি সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাকিল হোসেন বলেন-তারা কেবল টিউশন ফি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে, এতে যদি কোন জটিলতা থাকে সে ক্ষেত্রে তারা এ সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারেন।
বেশ কয়েক অভিভাবক ও সচেতন ব্যক্তি এ বিষয়ে বলেন-বিদ্যালয়ে ভর্তির সময়ে সারা বছরের টিউশন ফি নিয়ে নেয় প্রতিষ্ঠান গুলো। এখন টাকা হাতিয়ে নেয়ার বিষয় আড়াল করতে টিউশন ফি’র নাম ব্যাবহার করছে। যে,খানে সরকার শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে, সেখানে অর্থ হাতিয়ে নেয়ার এ ধৃষ্ঠতা দেখানোর বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ইউএএস রামপদ বিশ্বাস জানান-এ্যাসাইনমেন্ট বাবদ কোন টাকা নেয়ার নিয়ম নাই। এ্যাসাইনমেন্ট বাবদ কোন টাকা নিলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোল্লাহাটের প্রাণ কেন্দ্রের সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মিক্ষক ফরিদ আহম্মেদ জানান-করোনার কারণে এ্যাসাইনমেন্ট বা টিউশন ফি কোনটির বেলায়ই তারা কোন প্রকার টাকা নিচ্ছেন না।