সিটি করপোরেশন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে “শিশুকেন্দ্রিক দূর্যোগ সহনশীল নগর গঠন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ রংপুরে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, ইউনিসেফের সহযোগিতায় সোমবার আরডিআরএস বাংলাদেশ এর বেগম রোকেয়া অডিটরিয়ামে প্রধান অতিথি থেকে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের রংপুর অফিস প্রধান নাজিবুল্লাহ হামিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান মিজান। ইউনিসেফ রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা মিফতাহুল জান্নাতের সঞ্চালনায় প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শাহ আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজুসহ রংপুর সিটি কর্পোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণ প্রদান করেন দূর্যোগ ব্যবস্থাপনা পরামর্শক মলয় চাকী। ওই প্রশিক্ষনে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।