মাস্ক ব্যবহারে কঠোর হয়েছে রংপুরের প্রশাসন। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় ইতোমধ্যে নানা প্রস্তুতি নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। করোনা প্রতিরোধে প্রধান হাতিয়ার মাস্ক ব্যবহারে সচেতনতার পাশপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানাও করা হচ্ছে। সোমবার বিকেলে রংপুর নগরীর সিটি বাজার, রাজা রাজমোহন রায় মার্কেট এলাকা, সুপার মার্কেট এলাকা, পায়রা চত্ত্বরস্থ মেডিসিন মার্কেট, জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্র্যামমান আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিসহ অর্ধশত ব্যক্তিকে জরিমানা করেন। বাধ্যতামূলকভাবে হাটে-বাজারে ও জনসমাগম হয় এমন স্থানে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, করোনায় দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনা প্রতিরোধে জেলা প্রশাসন শুরু থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসাধারণ যেন মাস্ক পরিধান করে সেলক্ষ্যে আমরা কঠোর ব্যবস্থা নেবে। সেজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত ভিত্তিতে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।